এখানে আলোর বিলাপ, আঁধারের হাসির বিরুদ্ধে প্রলয়সম প্রতিবাদের প্রতিশ্রুতি

শায়েখ শোয়েব:
বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম টিএস এলিয়টের কবিতা ‘দি ওয়েস্টল্যান্ড’ কবিতাটি এলিয়ট শুরু করেছিলেন
`April is the crulest month’
এই পংক্তি দিয়ে, এপ্রিল বসন্তের সপ্রাণ স্নিগ্ধতা নিয়ে আসে প্রকৃতিতে, কিন্ত এলিয়ট সেই বাসন্তী আলোয় অনুভব করেছিল অন্ধকারের নিষ্ঠুরতা। সমকালের বহুমাত্রিক প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ প্রচন্ড আক্ষেপ থেকে লিখেছিলেন ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ সেখানেও অশুভ অন্ধকার গ্রাস করছে শ্বেতশুভ্র আলোকে। আর সপ্রাণ সংস্কৃতিকর্মী শেখ সাদী মারজান সাহিত্যের মায়াবী মৃত্তিকায় অঙ্কুরোদগম হলো ‘আলোর বিলাপ আঁধারের হাসি’ কাব্যগ্রন্থের মাধ্যমে। এখানে আলোর বিলাপ, আঁধারের হাসির বিরুদ্ধে প্রলয়সম প্রতিবাদের প্রতিশ্রুতি . . . . 

তরুন কবি-আবৃত্তিকার শেখ সাদী মারজানের ‘আলোর বিলাপ আঁধারের হাসি’ আটচল্লিশ পৃষ্ঠার বইটিতে মোট চল্লিশটি কবিতা রয়েছে। প্রকাশ করেছে- বাবুই প্রকাশনী, প্রচ্ছদ একেছেন হোসাইন মেবারক। 
মূল্য:৯০টাকা।

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...