কবি ও বাচিকশিল্পী শেখ সাদী মারজানের মধ্যবিত্ত জীবনের মানে বইটি হাতে পেলাম ১৬/৩/২০২১ তারিখে। বইটি হাতে পেয়ে পড়ার লোভ সামলাতে পারিনি। ঝটপট পড়ে ফেলেছিলাম। অসাধারণ এই বইটিতে ৪০ টি ভিন্ন স্বাদের কবিতা আছে যা পাঠক মনের সুপ্ত আকাঙ্খাকে সহজেই নিবৃত্ত করতে পারবে সহজেই। বইটির মধ্যবিত্ত জীবনের মানে, দুর্দশা মধ্যবিত্ত জীবনের, কর্মজীবি নারী এ-সকল কবিতায় কবি মধ্যবিত্ত জীবনের চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার মৃত্যুর মৌসুম, করোনা ঢেউ, মহামারীর শহরে এ-কবিতাগুলোতে ফুটিয়ে তুলেছেন বর্তমান বৈশ্বিক দূর্যোগ করোনার চিত্র। তিনি প্রিয়তম প্রকৃতি, মাটির ঘ্রাণ এ-কবিতাগুলোয় বর্ণনা করেছেন বাংলার প্রকৃতিকে। ভালোবাসা এখন কবিতায় ফুটিয়ে তুলেছেন বর্তমান যুগের স্বার্থকেন্দ্রিক ভালোবাসাকে।এ ছাড়াও কবির প্রিয় কিছু মানুষকে নিয়েও লেখাও ঠাঁই পেয়েছে কাব্যগ্রন্থটিতে। একজন লেখক হিসাবে আমি লিখতে গিয়ে আমার সব লেখার মধ্যে একটি বিশেষ দিক সব সময় ফুটে ওঠে। কিন্তু কবি শেখ সাদী মারজান তার লেখায় বৈচিত্র্য এনেছেন দারুণ ভাবে।একজন পাঠক হিসেবে আমি মুগ্ধ। কবিতা প্রেমী যে কেউ সংগ্রহ করতে পারেন বইটি।পাওয়া যাচ্ছে বই মেলার ৩৬৮ নং চলন্তিকা স্টলে। এছাড়াও রকমারি ডট কমসহ বেশ কিছু অনলাইন পরিবেশক হাউজে পাওয়া যাচ্ছে।
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনী: চলন্তিকা।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১
মূল্য: ১০০ টাকা