Showing posts with label বই আলাচনা. Show all posts
Showing posts with label বই আলাচনা. Show all posts

বইটি হাতে পেয়ে পড়ার লোভ সামলাতে পারিনি ।। দিলরুবা নীলা

কবি ও বাচিকশিল্পী শেখ সাদী মারজানের মধ্যবিত্ত জীবনের মানে বইটি হাতে পেলাম ১৬/৩/২০২১ তারিখে। বইটি হাতে পেয়ে পড়ার লোভ সামলাতে পারিনি। ঝটপট পড়ে ফেলেছিলাম। অসাধারণ এই বইটিতে ৪০ টি ভিন্ন স্বাদের কবিতা আছে যা পাঠক মনের সুপ্ত আকাঙ্খাকে সহজেই নিবৃত্ত করতে পারবে সহজেই। বইটির মধ্যবিত্ত জীবনের মানে, দুর্দশা মধ্যবিত্ত জীবনের, কর্মজীবি নারী  এ-সকল কবিতায় কবি মধ্যবিত্ত জীবনের  চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার মৃত্যুর মৌসুম, করোনা ঢেউ, মহামারীর শহরে এ-কবিতাগুলোতে ফুটিয়ে তুলেছেন বর্তমান বৈশ্বিক দূর্যোগ করোনার চিত্র। তিনি প্রিয়তম প্রকৃতি, মাটির ঘ্রাণ এ-কবিতাগুলোয় বর্ণনা করেছেন বাংলার প্রকৃতিকে। ভালোবাসা এখন কবিতায় ফুটিয়ে তুলেছেন বর্তমান যুগের স্বার্থকেন্দ্রিক ভালোবাসাকে।এ ছাড়াও কবির প্রিয় কিছু মানুষকে নিয়েও লেখাও ঠাঁই পেয়েছে কাব্যগ্রন্থটিতে। একজন লেখক হিসাবে আমি লিখতে গিয়ে আমার সব লেখার মধ্যে একটি বিশেষ দিক সব সময় ফুটে ওঠে। কিন্তু কবি শেখ সাদী মারজান তার লেখায় বৈচিত্র্য এনেছেন দারুণ ভাবে।একজন পাঠক হিসেবে আমি মুগ্ধ। কবিতা প্রেমী যে কেউ সংগ্রহ করতে পারেন বইটি।পাওয়া যাচ্ছে বই মেলার ৩৬৮ নং চলন্তিকা স্টলে। এছাড়াও রকমারি ডট কমসহ বেশ কিছু অনলাইন পরিবেশক হাউজে পাওয়া যাচ্ছে।

প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনী: চলন্তিকা।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১ 
মূল্য: ১০০ টাকা



ফরিদপুরের কবি শেখ সাদী মারজানের স্বপ্নগুলো হারিয়ে যায় ।। বিজয় পোদ্দার

অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশ পেয়েছে ফরিদপুরের নতুন প্রজন্মের কবি শেখ সাদী মারজানের স্বপ্নগুলো হারিয়ে যায় । ঢাকার চলন্তিকা প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে। কাব্য গ্রন্থের উৎসর্গ করা হয়েছে সামন্ত দেব নাথকে। মূল্য: ৮০ টাকা। ফরিদপুর বইমেলায় প্রেস ক্লাবের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ৪৮টি কবিতার মধ্যে নতুন আঙ্গিকে স্বপ্ন সংকল্প বুনেছেন তিনি। আবার সময়কাল বাস্তবতার খরতা তুলে ধরেছেন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখেছেন “বঙ্গবন্ধু তোমাকে দরকার/এই বাংলায় আরো একবার……” আবার আগুন কাব্যে বলেছেন “আগুন থাকে ভাতের উনুনে/ আগুন থাকে শ্বশানে।/আগুন ছিল রাজ পথে/আগুন ছিল ফাগুনে.. বেকার কবিতায় টেনেছেন “ছেলেটির মনে সুখ নেই/স্বপ্ন গুলো ক্রমেই হচ্ছে ঝাপসা”। প্রত্যেকটি কবিতায় সহজ ভাষায় একেছেন বাস্তবতার কঠিন অধ্যায়কে। তিনি ভাল আবৃত্তিকার বাংলা সাহিত্যের বাইরে ইংরেজী সাহিত্যেও মন নিবেস রয়েছে তার। বেশ কিছু কাব্য গ্রন্থ ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রকাশ পেয়েছে। পৈতৃক নিবাস ফরিদপুরের কানাইপুরে পিতা মোতলেব শেখ, মাতা লুৎফন্নেসা তার অপর সহদর সাকিব মারুফ ইংরেজী সাহিত্যে স্নাতক  করছেন। কবিতা ও আবৃত্তির নেশায় দেশ বিদেশে ঘুরে বেড়ান আবৃত্তি বিষয়ক অনলাইন সাময়িকী আবৃত্তিকার ডট কম (www.abrittikar.com) প্রতিষ্ঠান রয়েছে। নাড়ীর টানে ফরিদপুরের অঞ্চলের সাথে তার স্বপ্ন সংকল্পের বসবাস; স্বপ্ন দেখেন সুখি-সমৃদ্ধ পূর্ণ বাংলাদেশের।





ভবিষ্যতের শক্তিশালী কবির মুখ ।। শুভঙ্কর দাস

 

কবিতা ব্যক্তিমননের শস্য। তার জন্য ধান-পানের মতো আলো-বাতাস-জল লাগে। সেইসঙ্গে লাগে রক্তের তাপ ও তপস্যা। নবীন কবি শেখ সাদী মারজান মননক্ষেত্রে আবেগী ও আলোকময়। নিজের পরিচিত বৃত্তই তাঁর কবিতার পথচলা। কারণ তিনি নিজেই জানেন,'একটাই জীবন' জান্নাত হোক বা জাহান্নাম, তা এখানেই। সেই জীবনসমুদ্রের ঢেউ সকলের চোখে পড়ে, কিন্তু কবিই তার ব্যাখ্যা ও বিবেক নির্মাণ করতে পারেন। কবি লিখেছেন- "সংকুচিত ডানার ছোট্ট পাখি/একা উড়ে কতদূর যেতে পারে?" এই সৎ ও সত্য উচ্চারণই এই কবির সাহস ও শক্তি। W.R. Reodgerr বলেছিলেন, the poetry of real life' এই সত্য শেখ সাদী প্রতিটি কবিতার চরণে প্রতিভাত করেছেন। কাব্যনির্মাণের যা কিছু দুর্বলতা,তাকে নিজস্ব অভিজ্ঞতা ও আবেগে স্বতন্ত্র স্থাপত্য করতে পেরেছেন। এই কবিই যখন লেখেন- "বেদনার্ত বেহালার করুণ সুরের মতো" তখন ভবিষ্যতের শক্তিশালী কবির মুখ আমরা স্পষ্ট দেখতে পাই।

 

শুভঙ্কর দাস

কবি

পশ্চিমবঙ্গ, ভারত




শেখ সাদী মারজান এই কাব্য গ্রন্থে পরিণত চিন্তার ছাপ রেখেছেন ।। আবু রাইহান

চোখের জল ফেলা এত সহজ কথা নয়। কবি কোনদিন ফোঁস ফোঁস করে জনসমক্ষে কাঁদতে পারে না। প্রেমের কবিতায় সেই কথা উঠে আসে কবির মরমী কলমে। রাত্রি নিবিড় হলে প্রিয় জ্যোৎস্নায় বুকের গভীরে গোপন মরমী প্রেমের কথাগুলি সহজিয়া নারীর জন্য কবিতা হয়ে ঝরে পড়ে। সদ্য কলেজ পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখা শেখ সাদী মারজান একজন বিশ্বাসী মানুষ। দুচোখে মানুষের প্রতি প্রবল ভালবাসা, হৃদয়ে বিস্ময় ও অনন্ত জিজ্ঞাসা নিয়ে যৌবনে পথ চলা শুরু করেছিল। কিন্ত প্রিয়জনের বিশ্বাসহীনতায় হোঁচট খেয়ে ‍মুষড়ে না পড়ে কবিতার ভাষায় নিজের যন্ত্রনার দিনলিপি লিখে রেখেছেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলোর বিলাপ আঁধারের হাসি তে। কবিতার প্রতি নিবিড় ভালবাসার টানেই আবৃত্তি জগতে পা রেখেছিলেন কলেজ পড়ুয়া অবস্থায়। এখন তিনি দেশের একজন প্রতিশ্রুতিমান তরুণ আবৃত্তি শিল্পী। তাঁর গলার স্বরের অদ্ভূত মাদকতায় মুগ্ধ সব বয়সের কবি ও কবিতা প্রিয় পাঠক। বাংলাদেশের একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় কাব্য ‘রক্তমাখা প্রিয় বসন্ত’ ইংরেজী সাহিত্যের ছাত্র শেখ সাদী মারজান এই কাব্য গ্রন্থে পরিণত চিন্তার ছাপ রেখেছেন। ব্যক্তিগত ভালবাসার জগৎটাকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দরবারে।সারা বিশ্বজুড়ে মানবিকতার চুড়ান্ত অবমাননা, ক্ষমতা দখলের উন্মত্ততায় যুদ্ধ যুদ্ধ খেলায় অহরহ রক্তক্ষরণ কবিকে যন্ত্রণায় বিদ্ধ করে, বিমর্ষ করে। কবির আজন্মের চাহিদা ভালবাসার শান্তির নীড়ে স্বপ্নে টাল খেয়ে যায়। মনে আশা একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই বিশ্বাসে যন্ত্রণা মুক্তির পথ হিসেবে লিখেন মানুষের প্রতি গভীর মমত্ববোধে প্রেমের ভাষায় মানবিক প্রতিবাদের কবিতা। কবিতায় তাঁর এই উত্তরণ আমাদের আশান্বিত করে।

এখানে আলোর বিলাপ, আঁধারের হাসির বিরুদ্ধে প্রলয়সম প্রতিবাদের প্রতিশ্রুতি

শায়েখ শোয়েব:
বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম টিএস এলিয়টের কবিতা ‘দি ওয়েস্টল্যান্ড’ কবিতাটি এলিয়ট শুরু করেছিলেন
`April is the crulest month’
এই পংক্তি দিয়ে, এপ্রিল বসন্তের সপ্রাণ স্নিগ্ধতা নিয়ে আসে প্রকৃতিতে, কিন্ত এলিয়ট সেই বাসন্তী আলোয় অনুভব করেছিল অন্ধকারের নিষ্ঠুরতা। সমকালের বহুমাত্রিক প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ প্রচন্ড আক্ষেপ থেকে লিখেছিলেন ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ সেখানেও অশুভ অন্ধকার গ্রাস করছে শ্বেতশুভ্র আলোকে। আর সপ্রাণ সংস্কৃতিকর্মী শেখ সাদী মারজান সাহিত্যের মায়াবী মৃত্তিকায় অঙ্কুরোদগম হলো ‘আলোর বিলাপ আঁধারের হাসি’ কাব্যগ্রন্থের মাধ্যমে। এখানে আলোর বিলাপ, আঁধারের হাসির বিরুদ্ধে প্রলয়সম প্রতিবাদের প্রতিশ্রুতি . . . . 

তরুন কবি-আবৃত্তিকার শেখ সাদী মারজানের ‘আলোর বিলাপ আঁধারের হাসি’ আটচল্লিশ পৃষ্ঠার বইটিতে মোট চল্লিশটি কবিতা রয়েছে। প্রকাশ করেছে- বাবুই প্রকাশনী, প্রচ্ছদ একেছেন হোসাইন মেবারক। 
মূল্য:৯০টাকা।

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...