অমর একুশে বইমেলায় তরুণ কবি-আবৃত্তিকার শেখ সাদী মারজানের প্রথম কাব্যগ্রন্থ 'আলোর বিলাপ আঁধারের হাসি' প্রকাশিত হয়েছে । বুধবার সন্ধ্যায় মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষালসহ সমকালীন কবিবৃন্দ। বইটি প্রকাশ করেছে - বাবুই প্রকাশনী, প্রচ্ছদ করেছেন- হোসাইন মোবারক । তিন ফর্মার বইটিতে রয়েছে চল্লিশটি কবিতা, গায়ের মূল্য রাখা হয়েছে নব্বই টাকা । বইটি পাওয়া যাচ্ছে- অমর একুশে বইমেলায়- বাবুই প্রকাশনী স্টল নং ৪০৫, সপ্তবর্ণ স্টল নং ৬১৯, লিটিলম্যাগ কর্ণারের গল্পকার ও চলন্তিকার স্টলে । এছাড়াও রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে ।
amarfaridpur.com
amarfaridpur.com