খ আর ঘ জোর দিয়ে উচ্চারণ করো-
১. খাঁ খাঁ খিল্ খিল্ । ঘন ঘন ঘিন ঘিন
২. খিক্ খিক খর্ খর্ । খুর্ খুর্ ঘর্ ঘর্
এবার চ, ছ, জ, ঝ জোর দিয়ে উচ্চারণ করো-
৩. চা চা ছি ছি । ঝাঁ ঝাঁ ঝি ঝি
৪. গিজ্ গিজ্ গজ্ গজ্ । হিজি বিজি খচ্ খচ্
৫. চিক চিক জির্ জির্ । জর্ জর্ ঝির্ ঝির্
টাং টুইস্টার
১. পাখি পাকা পেঁপে খায়
২. পাঁচ ভাই মাছ খাই
মাছ খাই পাঁচ ভাই
৩. জলে চুন তাজা
তেলে চুল তাজা
৪. ভাজাভুজি ভেজে রাখো
ভোরে উঠে ভেজে খাবো
৫. নীল রিলে লাল রিল
লাল রিলে নীল রিল