পাঁচ বছর ধরে সিরিয়ায় চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রতিদিন নিরীহ সিরিয়ার মানুষ বিভিন্ন প্রকার অস্ত্রের আঘাতে জীবন হারাচ্ছে। কখনও বোমা হামলা, কখনও রাসায়নিক হামলা, আবার কখনও রকেট লাঞ্চার হামলার মাধ্যমে গুড়িয়ে দেয়া হচ্ছে সাধের বসতি।
সিরিয়ার যুদ্ধক্ষেত্রে নিরীহ মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে সরাসরি কাজ করছে এমন একটি সংগঠন হচ্ছে- হোয়াইট হেলমেট বা সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা।
উদ্ধার কাজে হোয়াইট হেলমেট |
‘হোয়াইট হেলমেট’ একটি মানবিক সংগঠন। নিরস্ত্র ও নিরপেক্ষ সংগঠন । যখন সিরিয়ার কোথাও বোমা হামলা হচ্ছে সবার আগে সেখানে ছুটে যাচ্ছে ‘হোয়াইট হেলমেট’। তাঁরা সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে জীবন বাজি রেখে মানুষকে উদ্ধার করছে । বিশেষ করে শিশুদের। অথচ কিছু পশ্চিমা মিডিয়া তাঁদের গায়ে জঙ্গিবাদের কলঙ্ক লাগানোর চেষ্টা করেছিল । অবশ্য তারা (পশ্চিমা মিডিয়া) এ ক্ষেত্রে সফল হতে পারে নি ।
আবার ‘হোয়াইট হেলমেট’কে অনুদান দেয় কিছু পশ্চিমাদেশ । ২০১৬ সালে শান্তিতে নোবেলের জন্য মনোনীত হয়েছিল ‘হোয়াইট হেলমেট’।
‘হোয়াইট হেলমেট’ দুই ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে- তাদের উদ্ধার কর্ম। এক্ষেত্রে তারা এ্যাম্বুলেন্স সেবা প্রদান করে ও অগ্নিনির্বাপন করে। দ্বিতীয় ধাপ হচ্ছে- হেলমেট ক্যামেরা ও হ্যান্ডহেল্ড ক্যামেরার মাধ্যমে দেশের কোথায় কি হচ্ছে তার তথ্য রেকর্ড করা।
হোয়াইট হেলমেট এর সদস্য আবিদ বলেন ‘যখন আমরা কারো জীবন বাঁচাতে চাই, তখন আমরা একটুও চিন্তা করি না যে, সে আমাদের বন্ধু না শত্রু। আমরা উদ্বিগ্ন থাকি, আমাদের মনোযোগ থাকে তার জীবনের দিকে’।
যাই হোক ‘হোয়াইট হেলমেট’ মানুষের জন্য কাজ করছে। সিরিয়ার নিরীহ মানুষের পাশে তাঁরা সরাসরি আছে, জীবন বাজি রেখে দায়িত্বপালন করছে।
No comments:
Post a Comment