Attempt to incite communal riots in Bangladesh and West Bengal

After the fall of the Awami League government on August 5 this year, the party's leader Sheikh Hasina fled the country along with her team. But they have tried to return in different guises at different times. Sometimes as rickshaw pullers, sometimes as Ansars, sometimes as garment workers; in different guises.

 

In the continuation of this, they have come in the guise of ISKCON this time. Various experts and politicians have alleged that they mean that Awami Leaguers are trying to occupy the field by relying on ISKCON's shoulders. Because if Awami League takes to the field with its own identity, the students and the public will resist. On the other hand, their cadre force, Chhatra League, is now banned by the state Laws.

 

It has been alleged that ISKCON's expelled leader Chinmoy Das is an agent of Awami League. He is now arrested and in jail on charges of anti-state activities. Chinmoy Das's supporters have already killed to government lawyer Saiful Islam Alif. For this reason, many believe that the Awami League has tried to use expelled ISKCON leader Chinmoy Das as a tool to incite communal riots.


Sheikh Shadi Marjan

Writer and Journalist


দুই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা


চলতি বছরের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, দলটির নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেই সাথে পালিয়েছে তার দলবল কথা আমরা সবাই জানি। কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রুপে ফেরার চেষ্টা করেছে।কখনো রিকসাওয়ালা, কখনো আনসার, কখনো গার্মেন্টস শ্রমিক; এরকম ভিন্ন ভিন্ন সাজে।


এরই ধারাবহিকতায় তারা এবার এসেছে ইসকন সেজে।বিভিন্ন জ্ঞানীজন এবং রাজনীতিবিদরা অভিযোগ তুলেছেন তারা মানে আওয়ামী লীগাররা এবার ইসকনের কাধে ভর করে মাঠ দখল করতে চাইছে।কারণ আওয়ামী লীগ নিজস্ব পরিচয় নিয়ে মাঠে নামলে ছাত্র-জনতা প্রতিহত করবে। অন্যদিকে তাদের ক্যাডার বাহিনী ছাত্রলীগ এখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ।


ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস আওয়ামী লীগের এজন্টে বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগে তিনি এখন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। চিন্ময় দাসের সমর্থকরা ইতোমধ্যেই সরকারী আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে আওয়ামী লীগ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে বলে অনেকে মনে করেন। 

No comments:

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...