তবুও ভালো আছি ।। শেখ সাদী মারজান

শেখ সাদী মারজান



মধ্যমায় বাস করে উজ্জ্বল চুনি
ওর রঙ আজ বিবর্ণ
যন্ত্রণায় এপাশ-ওপাশ করে কেটেছে সারা রাত
অস্থিরতা বাসা বেঁধেছে মাথায়
কোন ক্রমেই নামতে চাইছেনা যেন
সুস্থির আর সুসময় এখন আমাবশ্যার চাঁদ
তবুও আমি ভালো আছি
ভালো থাকার চেষ্টা করছি।

No comments:

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...