তবুও ভালো আছি ।। শেখ সাদী মারজান

শেখ সাদী মারজান



মধ্যমায় বাস করে উজ্জ্বল চুনি
ওর রঙ আজ বিবর্ণ
যন্ত্রণায় এপাশ-ওপাশ করে কেটেছে সারা রাত
অস্থিরতা বাসা বেঁধেছে মাথায়
কোন ক্রমেই নামতে চাইছেনা যেন
সুস্থির আর সুসময় এখন আমাবশ্যার চাঁদ
তবুও আমি ভালো আছি
ভালো থাকার চেষ্টা করছি।

No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...