আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পুরপিতা শীতল চন্দ্র মজুমদার। মানভূম বাংলা ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তি ও সত্যাগ্রহী কাজল সেনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
![]() |
| মঞ্চে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় |
২২ ও ২৩ শে নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলন পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সাধারণ সচিব পরিমল চন্দ্র মণ্ডল, মুখ্য সচিব জয়ন্ত দাসগুপ্তসহ অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিগণ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
![]() |
| রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে বাংলাদেশ প্রধান শাখার সদস্যরা |
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভারতে বাংলা ভাষার বিস্তার ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ২০১১ সালের সরকারী রেকর্ড অনুযায়ী ভারতের প্রায় একশ চল্লিশ কোটি মানুষের মধ্যে প্রায় ৯ কোটি ৮২ লক্ষ ৩৭ হাজার ৬৬৯ জন বাংলাভাষী। ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাংলাভাষী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সম্মেলনের আলোচনায় বাংলা ভাষার সংরক্ষণ, প্রসার, শিক্ষায় প্রয়োগ এবং আন্তর্জাতিক পরিসরে অবস্থান সুদৃঢ় করার নানা দিক উঠে আসে। পাশাপাশি কবিতা পাঠ, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের বিভিন্ন শাখার সদস্যরা।


No comments:
Post a Comment