টুকরো ভাবনা ০১

লোডশেডিং । ঘুম আসছেনা কিছুতেই , ব্যালকনিতে বসে আকাশের চাঁদ আর মেঘের লুকোচুরি দেখছি ।

ব্যালকনিতে নির্ঘুম রাত আগেও কেটেছে অনেকবার । কখনো কারো সাথে দূরালাপনে, কখনো আনমনে , কখনো স্মৃতি রোমন্থনে ।

আজ ডুবেছি বিমূর্ত ভাবনায় . . .


No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...