স্মৃ‌তির আয়নায়

স্মৃ‌তির আয়নায় ভে‌সে উঠে
সদা হাস্যজ্জল এক‌টি মুখ
আ‌মি তা‌কি‌য়ে থা‌কি একম‌নে
তারপর যন্ত্রণারা বিধতে থা‌কে
অর্জু‌নের বা‌ণের ম‌তো
নিকোটিন পুড়ে, হৃদয় পুড়ে
ধোঁয়া বের হয়, ঠোঁট কালো হয়
দিন কেটে যায়, রাত কেটে যায়
সেই মুখটি, আহা! সেই মুখটি
স্মৃ‌তির আয়নায় ভে‌সে উ‌ঠে
শেখ সাদী মারজান

No comments:

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...