স্মৃ‌তির আয়নায়

স্মৃ‌তির আয়নায় ভে‌সে উঠে
সদা হাস্যজ্জল এক‌টি মুখ
আ‌মি তা‌কি‌য়ে থা‌কি একম‌নে
তারপর যন্ত্রণারা বিধতে থা‌কে
অর্জু‌নের বা‌ণের ম‌তো
নিকোটিন পুড়ে, হৃদয় পুড়ে
ধোঁয়া বের হয়, ঠোঁট কালো হয়
দিন কেটে যায়, রাত কেটে যায়
সেই মুখটি, আহা! সেই মুখটি
স্মৃ‌তির আয়নায় ভে‌সে উ‌ঠে
শেখ সাদী মারজান

No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...