দেবতা ভেবে ।। শেখ সাদী মারজান

দেবতা ভেবে তোমাদের পায়ে আমি অর্ঘ্য ঢেলেছি
আমার ক্ষুদ্র হৃদয় তোমাদের সেবায় শপে দিয়েছি
দিবানিশি ছুটেছি আমি পাগলা ঘোড়ার ন্যায়
কোনো কিছু না ভেবে শুধু তোমাদের কথায়
ভালবাসার প্রতিদানে অবহেলা পেয়েছি
তোমারদের স্বার্থে শুধু ব্যবহৃত হয়েছি
অতঃপর তোমাদের আসল দেবতা-রুপ দেখেছি
শত বিভ্রান্তির ভাজ খুলে আজ আমি বুঝেছি

তোমরা সুশীল-সভ্য-সুন্দর দেবতা রুপী হায়েনা
তোমাদের কখনোই ভালো মানুষ বলা যায়না

debota vebe দেবতা ভেবে - কবি শেখ সাদী মারজান


স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...