বাংলাদেশে ইকেবানা চর্চা ।। শেখ সাদী মারজান

ইকেবানা হচ্ছে জাপানী পদ্ধতিতে ফুল সাজানোর শিল্প। এই প্রাচীন শিল্প হিয়ান যুগ থেকে জাপানে প্রচলিত। জাপানের তিনটি শাস্ত্রীয় শিল্পের মধ্যে এটি একটি।

বাংলাদেশে ইকেবানা চর্চা শুরু হয় স্বাধীনতার পর থেকেই। ১৯৭৩ সালে জাপান দূতাবাসের সহযোগিতায় ড.একেএম মোয়াজ্জেম হোসেন স্যারের হাত ধরে গঠিত হয় বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ)। বাংলাদেশে ইকেবানার প্রচার ও প্রসারে অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের অবদান অনস্বীকার্য। 

২০২৩ সালে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। এর আগে জাপান ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে এই সংগঠন। বিআইএ-র অধীনে বর্তমানে তিনটি ইকেবানা স্কুল পরিচালিত হচ্ছে। সংগঠনটির বর্তমান সভাপতি শাহীনুর বেবী এবং সিইও জনাব মাসুদ করিম।


বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে জাপানী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি


No comments:

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...