একটু চাওয়া ।। শেখ সাদী মারজান

হৃদয়ে আমার ব্যাথার পলেস্তা
চোখের দৃষ্টি ধূসর
ক্রমেই বাড়ছে অস্থিরতা।

বোশেখে দেখা পেয়েছিলাম
আবার বসন্ত এসেছে
কোকিল কুহু ডাকছে
আর আমার মন চাইছে
একটু তোমার দেখা।

অন্তর্জালে টোকা দেই বারবার
মন খুবই চায় 
পাশে একটু পাবার।

No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...