তারপরও স্বপ্ন বুনি ।। শেখ সাদী মারজান

সমাজের কিছু অসঙ্গতি কখনো কখনো সঙ্গতিতে পরিণত হয়। নিরূপায় হয়ে মেনে নিতে হয় অনেক না চাওয়া। কাঙ্খিত বস্তু পাওয়াটা খুবই দুরূহ। অনাকাঙ্খিতের গ্যাড়াকলে চাঁপা পড়ে থাকে গোটা জীবন। পরিশ্রমের পরও যদি সন্তুষ্টজনক ফলাফল না আসে, তখন চোখের সামনে ভাসে শুধুই অন্ধকার। এরপর যদি যোগ হয় প্রিয়জনের বিশ্বাসঘাতকতা তাহলে ব্যক্তিজীবন পরিণত হয় মৃতে, যাকে বলে জীবন্ত লাশ।

তারপরও স্বপ্ন বুনি  . . .
একদিন অসংগতি দূর হবে। সংগতি ফিরবে। অনাকাঙ্খিত দূর হয়ে কাঙ্খিত আসবে। জীবন হবে স্বপ্নের মতো সুন্দর।

No comments:

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...