বোদরামের সৈকতে মুখ থুবরে পড়ে আছে
একটি শিশু
গায়ে লাল জামা, নীল হাফপ্যান্ট
পায়ে জুতা আর মোজা আছে
দেহ থেকে প্রাণটা উড়ে গেছে
যেন ফুটন্ত একটি ফুল
কান পেতে বালুর কথা শুনছে
আর বলছে-
এই তোমাদের সভ্য পৃথিবী!
সমুদ্র তাকে গ্রাস করেনি
ফিরিয়ে দিয়েছে, অথচ
চলমান সভ্যতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ
মানুষকে ভীনদেশে, সমুদ্রে আর মৃত্যুর পথে ঠেলছে
একটি শিশু
গায়ে লাল জামা, নীল হাফপ্যান্ট
পায়ে জুতা আর মোজা আছে
দেহ থেকে প্রাণটা উড়ে গেছে
যেন ফুটন্ত একটি ফুল
কান পেতে বালুর কথা শুনছে
আর বলছে-
এই তোমাদের সভ্য পৃথিবী!
সমুদ্র তাকে গ্রাস করেনি
ফিরিয়ে দিয়েছে, অথচ
চলমান সভ্যতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ
মানুষকে ভীনদেশে, সমুদ্রে আর মৃত্যুর পথে ঠেলছে
No comments:
Post a Comment