রক্তমাখা প্রিয় বসন্ত ।। শেখ সাদী মারজান

গাছের ডালে ফুটন্ত পলাশ শিমুল 
কোকিলের কুহুতানে মুখরিত চারদিক
সকালের সোনা রোদ ছড়িয়ে পড়েছে উঠোনে

মায়ের পাগল ছেলেটি চললো মিছিলে
বাংলা ভাষার মিছিলে
মায়ের ভাষার মিছিলে
"রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই"
হায়েনার বুলেট বিঁধলো ছেলেটির বুকে
পিচঢালা রাস্তায় পড়েছিল নিথর দেহ
মা খুঁজছে তার পাগল ছেলেকে
ছেলেটি মিছিলে গিয়েছিল
মায়ের ভাষার মিছিলে
বাংলা ভাষার মিছিলে
মা খুঁজছে তার পাগল ছেলেকে
রক্তমাখা পিচঢালা পথ
রক্তমাখা পলাশ শিমুলের বুক
রক্তমাখা প্রিয় বসন্ত
কোকিলের কণ্ঠে বেদনার সুর
প্রচ্ছদ- রক্তমাখা প্রিয় বসন্ত

1 comment:

Shekh shadi said...

অসাধারন

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...