রক্তমাখা কোরআনের পাতা ।। শেখ সাদী মারজান

রক্তমাখা পবিত্র কোরআনের পাতা
রক্তে লাল মসজিদের আঙিনা
খোদার দরবারে প্রার্থনারত শান্তির পাখিরা
লাশ হয়ে পড়ে আছে মসজিদের আঙিনায়
পৃথিবী তাকিয়ে দেখো,
মিডিয়া চোখ খুলে দেখো
মানবতার ফেরিওয়ালারা দেখো
দেখো দেখো.......
মুসলমানের জীবন কত তুচ্ছ দেখো
ব্রেনটন হ্যারিসন টারান্টের অস্ত্রের তান্ডব দেখো
উগ্র উস্কানিদাতাদের পৈচাশিক উল্লাশ দেখো
খোদার দরবারে প্রার্থনারত শান্তির পাখিরা
                                   নিথর পড়ে আছে
আহত মানবতা চিৎকার করে কাঁদছে
শেখ সাদী মারজান

No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...