শেখ সাদী মারজান এই কাব্য গ্রন্থে পরিণত চিন্তার ছাপ রেখেছেন ।। আবু রাইহান

চোখের জল ফেলা এত সহজ কথা নয়। কবি কোনদিন ফোঁস ফোঁস করে জনসমক্ষে কাঁদতে পারে না। প্রেমের কবিতায় সেই কথা উঠে আসে কবির মরমী কলমে। রাত্রি নিবিড় হলে প্রিয় জ্যোৎস্নায় বুকের গভীরে গোপন মরমী প্রেমের কথাগুলি সহজিয়া নারীর জন্য কবিতা হয়ে ঝরে পড়ে। সদ্য কলেজ পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখা শেখ সাদী মারজান একজন বিশ্বাসী মানুষ। দুচোখে মানুষের প্রতি প্রবল ভালবাসা, হৃদয়ে বিস্ময় ও অনন্ত জিজ্ঞাসা নিয়ে যৌবনে পথ চলা শুরু করেছিল। কিন্ত প্রিয়জনের বিশ্বাসহীনতায় হোঁচট খেয়ে ‍মুষড়ে না পড়ে কবিতার ভাষায় নিজের যন্ত্রনার দিনলিপি লিখে রেখেছেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলোর বিলাপ আঁধারের হাসি তে। কবিতার প্রতি নিবিড় ভালবাসার টানেই আবৃত্তি জগতে পা রেখেছিলেন কলেজ পড়ুয়া অবস্থায়। এখন তিনি দেশের একজন প্রতিশ্রুতিমান তরুণ আবৃত্তি শিল্পী। তাঁর গলার স্বরের অদ্ভূত মাদকতায় মুগ্ধ সব বয়সের কবি ও কবিতা প্রিয় পাঠক। বাংলাদেশের একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় কাব্য ‘রক্তমাখা প্রিয় বসন্ত’ ইংরেজী সাহিত্যের ছাত্র শেখ সাদী মারজান এই কাব্য গ্রন্থে পরিণত চিন্তার ছাপ রেখেছেন। ব্যক্তিগত ভালবাসার জগৎটাকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দরবারে।সারা বিশ্বজুড়ে মানবিকতার চুড়ান্ত অবমাননা, ক্ষমতা দখলের উন্মত্ততায় যুদ্ধ যুদ্ধ খেলায় অহরহ রক্তক্ষরণ কবিকে যন্ত্রণায় বিদ্ধ করে, বিমর্ষ করে। কবির আজন্মের চাহিদা ভালবাসার শান্তির নীড়ে স্বপ্নে টাল খেয়ে যায়। মনে আশা একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই বিশ্বাসে যন্ত্রণা মুক্তির পথ হিসেবে লিখেন মানুষের প্রতি গভীর মমত্ববোধে প্রেমের ভাষায় মানবিক প্রতিবাদের কবিতা। কবিতায় তাঁর এই উত্তরণ আমাদের আশান্বিত করে।

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...