একটি গানের জন্য।। শেখ সাদী মারজান

এখন মধ্য রাত; চারপাশ নিস্তব্ধ
তন্দ্রামাখা চোখ দুটি জেগে আছে
একটি গানের জন্য
কাঙ্ক্ষিত সুরের জন্য উদ্বেলিত প্রাণ ।

চেষ্টার ঢিলগুলো ব্যর্থ হয়ে ফিরে বারবার
তবুও হাল ছাড়বার নয়
এ যে প্রাণের পরম চাওয়া
হৃদয়ে লালিত সুপ্ত স্বপ্ন ।

আহা কোথায় পাবো ?
তৃষ্ণার্ত হৃদয়ের খোরাক!
কবি ইমরোজ সোহেলের হাত থেকে স্মারক গ্রহণ করছেন-  শেখ সাদী মারজান 




Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...