জোছনাবাসী।। শেখ সাদী মারজান

প্রতি পূর্ণিমায় আমি একা- হেঁটেছি
গ্রামের মেঠো পথ ধরে নির্জন মাঠে।
স্বপ্ন-দিঘীর শান বাঁধানো ঘাটে বসে
লোনা জলের ফোঁটায় গাল ভিজিয়েছি।
 
ইট-পাথরের এই শহরে একা- জাগি
ব্যালকনিতে বসে চন্দ্রকলার বর্ণ দেখি।

আসন্ন ফাগুন পূর্ণিমায় আবারও হাঁটবো
একা নয়, কেউ একজন হাত ধরবে!
নির্জন মাঠে নয়, কোলাহলমুখর প্রান্তরে
চারপাশে থাকবে অজস্র জোছনাবাসী।


No comments:

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...