সালাম সে তো পরম শান্তির দোয়া
স্নেহ-শ্রদ্ধা আর ভালবাসা জড়ানো
প্রিয় রাসুলের (স.) আদর্শের ছোয়া।
স্নেহ-শ্রদ্ধা আর ভালবাসা জড়ানো
প্রিয় রাসুলের (স.) আদর্শের ছোয়া।
সালাম সে তো দূর করে দেয়
মনের আকাশে জমে থাকা কালিমা
শত্রুকেও আপন করে নেয়।
সালাম সে তো সবার জন্য
ছোট-বড়, ধনী-গরীব, উচু-নীচু
গড়ে তোলে সম্প্রীতি অনন্য।
সালাম সে তো অনেক ভালো কাজ
লাজ-শংকা, ভেদাভেদ সব ভুলে
সালাম রীতি শুরু করে দাও আজ।
No comments:
Post a Comment