সালাম ।। শেখ সাদী মারজান

সালাম সে তো পরম শান্তির দোয়া
স্নেহ-শ্রদ্ধা আর ভালবাসা জড়ানো
প্রিয় রাসুলের (.) আদর্শের ছোয়া। 
 
সালাম সে তো দূর রে দেয়
নের আকাশে জমে থাকা কালিমা
শত্রুকেও আপন রে নেয়।
 
সালাম সে তো সবার জন্য
ছোট-বড়ধনী-গরীবউচু-নীচু
ড়ে তোলে সম্প্রীতি অনন্য।
 
সালাম সে তো নেক ভালো কাজ
লাজ-শংকাভেদাভেদ সব ভুলে 
সালাম রীতি শুরু রে দাও আজ।


No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...