মানুষ ছুটছে ।। শেখ সাদী মারজান

মানুষগুলো ছুটে, শুধুই ছুটে

সবপথ লোকারণ্য
মহাসড়কে যানজট
অথচ, ঘরগুলো ফাঁকা।
মানুষ যেন পথেই থাকে
পথেই খায়
পথে ঘুমায়
অথচ, বড় ইমারত বানায়। 


No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...