ভবিষ্যতের শক্তিশালী কবির মুখ ।। শুভঙ্কর দাস

 

কবিতা ব্যক্তিমননের শস্য। তার জন্য ধান-পানের মতো আলো-বাতাস-জল লাগে। সেইসঙ্গে লাগে রক্তের তাপ ও তপস্যা। নবীন কবি শেখ সাদী মারজান মননক্ষেত্রে আবেগী ও আলোকময়। নিজের পরিচিত বৃত্তই তাঁর কবিতার পথচলা। কারণ তিনি নিজেই জানেন,'একটাই জীবন' জান্নাত হোক বা জাহান্নাম, তা এখানেই। সেই জীবনসমুদ্রের ঢেউ সকলের চোখে পড়ে, কিন্তু কবিই তার ব্যাখ্যা ও বিবেক নির্মাণ করতে পারেন। কবি লিখেছেন- "সংকুচিত ডানার ছোট্ট পাখি/একা উড়ে কতদূর যেতে পারে?" এই সৎ ও সত্য উচ্চারণই এই কবির সাহস ও শক্তি। W.R. Reodgerr বলেছিলেন, the poetry of real life' এই সত্য শেখ সাদী প্রতিটি কবিতার চরণে প্রতিভাত করেছেন। কাব্যনির্মাণের যা কিছু দুর্বলতা,তাকে নিজস্ব অভিজ্ঞতা ও আবেগে স্বতন্ত্র স্থাপত্য করতে পেরেছেন। এই কবিই যখন লেখেন- "বেদনার্ত বেহালার করুণ সুরের মতো" তখন ভবিষ্যতের শক্তিশালী কবির মুখ আমরা স্পষ্ট দেখতে পাই।

 

শুভঙ্কর দাস

কবি

পশ্চিমবঙ্গ, ভারত




No comments:

Indian media's information terrorism

 What is  Information terrorism? Information terrorism means misleading people with false information and creating terrorism or inciting t...