মহামারী বিদায় হ‌লে ।। শেখ সাদী মারজান

মহামারী বিদায় হ‌লে 
আবার দেখা হ‌বে।
স্মৃ‌তিমাখা প্রিয় শহর
আবার মুখ‌রিত হ‌বে।

অসহায় মানুষ
অসহায় পৃ‌থিবী
চা‌রি‌দি‌কে করুণ আহাজা‌রি
পর্দায় হাজা‌রো শো‌কের ছ‌বি।

মানুষ এখন মানুষ থে‌কে দূ‌রে
তবুও পৃ‌থিবী থে‌মে নেই
লা‌শের মি‌ছিল কখন থাম‌বে
সময় কা‌রো জানা নেই।

নিরব ঘাতক চির‌দিন থাক‌বে না
দূর হ‌য়ে যা‌বে, সু‌-দিন আস‌বে
প্রিয় হারা‌নোর ক্ষত
হৃদ‌য়ে জ্ব‌লে উঠ‌বে।



2 comments:

হরেক রকম গল্প said...

সুন্দর প্রকাশ ।

Anonymous said...

Nice poetry

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...