মহামারী বিদায় হ‌লে ।। শেখ সাদী মারজান

মহামারী বিদায় হ‌লে 
আবার দেখা হ‌বে।
স্মৃ‌তিমাখা প্রিয় শহর
আবার মুখ‌রিত হ‌বে।

অসহায় মানুষ
অসহায় পৃ‌থিবী
চা‌রি‌দি‌কে করুণ আহাজা‌রি
পর্দায় হাজা‌রো শো‌কের ছ‌বি।

মানুষ এখন মানুষ থে‌কে দূ‌রে
তবুও পৃ‌থিবী থে‌মে নেই
লা‌শের মি‌ছিল কখন থাম‌বে
সময় কা‌রো জানা নেই।

নিরব ঘাতক চির‌দিন থাক‌বে না
দূর হ‌য়ে যা‌বে, সু‌-দিন আস‌বে
প্রিয় হারা‌নোর ক্ষত
হৃদ‌য়ে জ্ব‌লে উঠ‌বে।



2 comments:

হরেক রকম গল্প said...

সুন্দর প্রকাশ ।

Anonymous said...

Nice poetry

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...