মহামারী বিদায় হলে
আবার দেখা হবে।
স্মৃতিমাখা প্রিয় শহর
আবার মুখরিত হবে।
আবার দেখা হবে।
স্মৃতিমাখা প্রিয় শহর
আবার মুখরিত হবে।
অসহায় মানুষ
অসহায় পৃথিবী
চারিদিকে করুণ আহাজারি
পর্দায় হাজারো শোকের ছবি।
মানুষ এখন মানুষ থেকে দূরে
তবুও পৃথিবী থেমে নেই
লাশের মিছিল কখন থামবে
সময় কারো জানা নেই।
নিরব ঘাতক চিরদিন থাকবে না
দূর হয়ে যাবে, সু-দিন আসবে
প্রিয় হারানোর ক্ষত
হৃদয়ে জ্বলে উঠবে।
2 comments:
সুন্দর প্রকাশ ।
Nice poetry
Post a Comment