সিতাকুণ্ডের অগ্নিকাণ্ডে
জ্বলছে শত শত কন্টেইনার
আগুন নেভাতে লড়ে যাচ্ছে
অদম্য ফায়ার ফাইটার।
মায়ের কোলে চড়ে নিষ্পাপ শিশু এসেছে- প্রিয় বাবার খোঁজে
যুবতী বধু চেয়ে আছে প্রিয়তম স্বামীর পথপান
মা-বাবা খুঁজছে বুকের ধন, কলিজার টুকরা সন্তান।
মানুষেরা দূর থেকে ছুটে গিয়েছে
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে
ছুটে গিয়েছে সেনাবাহিনী
ছুটে গিয়েছে ব্লাড ডোনার
ছুটে গিয়েছে স্বেচ্ছাসেবকের দল
বিনামূল্যে ওষুধ দিচ্ছে ফার্মেসীগুলো।
আগুন তবুও থামছে না
কোন কিছুই মানছে না!
ঝরে গেল কতগুলো তাজা মানুষের প্রাণ
বিষ্ফোরণে উড়ে গেল কত দেহের অঙ্গ।
শোক বার্তা জানিয়েছেন আমাদের রাষ্ট্র প্রধান
তহবিল ঘোষণা করেছে মন্ত্রণালয়; দেবে অনুদান
সন্তানহারা পিতার মন কীভাবে জুড়ায়
পিতাহারা সন্তানের আশা না ফুরায়
যুবতী বিধবা গৃহবধুর বুক ফাটা চিৎকার
আকাশে বাতাসে মিশে যায়।
1 comment:
Good Writing . . . . . .
Post a Comment