আগুন কাব্য ।। শেখ সাদী মারজান

আগুন থাকে ভাতের উনুনে আগুন থাকে শ্মশানে
আগুন ছিল রাজপথে আগুন ছিল ফাগুনে আগুন এখন নিমতলীতে চকবাজার ঘুরে বনানীতে আগুন এখন রাস্তা চিনে সিঁড়ি বেয়ে উঠে উঁচু তলায় সাধের বাড়ি, স্বপ্নপুরী জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় আগুন সে তো শক্তিশালী পানি ঢাললেই নিভে যায় আগুন সে তো অহঙ্কারী ইবলিসেরও পতন হয়
শেখ সাদী মারজান 


No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...