আগুন কাব্য ।। শেখ সাদী মারজান

আগুন থাকে ভাতের উনুনে আগুন থাকে শ্মশানে
আগুন ছিল রাজপথে আগুন ছিল ফাগুনে আগুন এখন নিমতলীতে চকবাজার ঘুরে বনানীতে আগুন এখন রাস্তা চিনে সিঁড়ি বেয়ে উঠে উঁচু তলায় সাধের বাড়ি, স্বপ্নপুরী জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় আগুন সে তো শক্তিশালী পানি ঢাললেই নিভে যায় আগুন সে তো অহঙ্কারী ইবলিসেরও পতন হয়
শেখ সাদী মারজান 


No comments:

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...