আয়না ।। শেখ সাদী মারজান

প্রতিদিন একবার আয়নার সামনে দাড়াই
ঘর থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে
আয়নাতে নিজের মুখ দেখি
এলোমেলো চুলগুলো ঠিক করি
কপালের কাঁটা দাগটাও দেখি
একটি ব্যর্থ অবয়ব দেখি
সবকিছু পরিষ্কার দেখি
খুঁতগুলো দেখতে পাই নিখুঁতভাবে
অথচ শোধরানো হয়না কোনদিন
কাচের আয়না এতো কিছু দেখায়!
আমি শুধু দেখি, শুধুই দেখি
শেখ সাদী মারজান 

No comments:

স্বাধীন জাতির স্বাধীন‌ পিতা একটি সফল প্রযোজনা ।। শেখ সাদী মারজান

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হ...