তাকিয়ে থাকি মনিটরে
অন্তর্জালে পৃথিবী দেখি
স্বার্থপরের মতো নিজেকে শুধু ভাবি
অনেক হিসেব কষে, অবশেষে
ব্যর্থ জীবনের হতাশায়
পালিয়ে যায় স্বপ্ন-আশা
পথ খুঁজি নতুন এক জীবনের
হৃদয় ছুয়ে যায় সামি ইউসুফের সুর
আই আম নাও ওয়াইটিং
ওয়াইটিং ফোর সামথিং
হে মালিক তুমি আমাকে শক্ত করো
শেখ সাদী মারজান |
No comments:
Post a Comment