পথ খুঁজি নতুন এক জীবনের ।। শেখ সাদী মারজান

তারাদের মতো আমিও জেগে থাকি
তাকিয়ে থাকি মনিটরে
অন্তর্জালে পৃথিবী দেখি
স্বার্থপরের মতো নিজেকে শুধু ভাবি

অনেক হিসেব কষে, অবশেষে
ব্যর্থ জীবনের হতাশায়
পালিয়ে যায় স্বপ্ন-আশা 
পথ খুঁজি নতুন এক জীবনের

হৃদয় ছুয়ে যায় সামি ইউসুফের সুর
আই আম নাও ওয়াইটিং
ওয়াইটিং ফোর সামথিং
হে মালিক তুমি আমাকে শক্ত করো
শেখ সাদী মারজান 

No comments:

ত্রিপুরায় আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন  ভারতের   ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুরের  পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে  ...